Breaking News

মন্ত্রিপরিষদ বিভাগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র প্রোগ্রামার (পঞ্চম গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়েছে।

সিনিয়র প্রোগ্রামার পদে প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকায় ওই দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

 


মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষাকক্ষে ঢুকতে দেওয়া হবে না।




No comments